রবিবার

২১ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

বজ্রপাত ও পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু, সহানুভূতি ও সহায়তায় পাশে প্রশাসন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৫ ২২:৪৩

শেয়ার

বজ্রপাত ও পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু, সহানুভূতি ও সহায়তায় পাশে প্রশাসন
ছবি বাংলা এডিশন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পৃথক দুটি ঘটনায় প্রাণ হারিয়েছে তিন শিশু। মঙ্গলবার (২২ জুলাই) উপজেলার মনাকষা ও উজিরপুর ইউনিয়নে এসব মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

দুপুরে মনাকষা ইউনিয়নে বজ্রপাতে মারা যায় ৮ বছর বয়সী এক শিশু। তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত শিশুর পরিবারকে ২০ হাজার টাকা নগদ সহায়তা প্রদান করা হয়।

একই দিনে দুপুরের পর উজিরপুর ইউনিয়নে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায় আরও দুই শিশু—একজন ১১ বছর বয়সী কন্যাশিশু ও অপরজন ১৩ বছর বয়সী পুত্রশিশু। স্থানীয়রা উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দুইটি পৃথক ঘটনায় নিহত তিন শিশুর পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে মানবিক সহায়তা হিসেবে জনপ্রতি ১ বান্ডিল ঢেউটিন, ৩ হাজার টাকা নগদ অর্থ, ২ প্যাকেট শুকনো খাবার ও ১৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাহার আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, পিআইও মিজানুর রহমান, সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ইউএনও আজাহার আলী বলেন, “এই ধরনের মর্মান্তিক ঘটনায় আমরা দ্রুততম সময়ের মধ্যে সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব।”

এদিকে শিশুদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা প্রশাসনের তাৎক্ষণিক সহায়তা প্রদানের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে সচেতনতামূলক কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছেন।



banner close
banner close