ঝিনাইদহের মহেশপুর সীমান্তে গত ছয় মাসে অভিযান চালিয়ে প্রায় ২৪ কোটি টাকার ভারতীয় মাদক ও চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৮ ব্যাটালিয়ন। একই সময়ে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ, অস্ত্র-গুলি, বিপুলসংখ্যক অনুপ্রবেশকারী ও দালালও আটক করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু হানিফ মো. সিহানুক এ তথ্য জানান।
জানুয়ারির শুরু থেকে জুলাই পর্যন্ত পরিচালিত অভিযানে বিজিবি ৭,৯২০ বোতল মদ, ৯,৫১৭ বোতল ফেনসিডিল, ৪৫,৮০৬ পিস ইয়াবা, ৬৮ কেজির বেশি গাঁজা, কোকেন, হেরোইন, বিভিন্ন ওষুধ ও ভারতীয় পণ্য জব্দ করে। এসব পণ্যের বাজারমূল্য আনুমানিক ২৪ কোটি ১৩ লাখ টাকা।
এছাড়া পাঁচটি অভিযানে ৩ কেজি ৬৫৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৪ কোটি ৯৪ লাখ টাকা। সীমান্ত পারাপারের সময় ২,১১৭ জন বাংলাদেশি নাগরিক, ১৮ জন ভারতীয় নাগরিক ও ৩৩ জন দালাল আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৬টি আগ্নেয়াস্ত্র ও ১৪ রাউন্ড গুলি।
ঈদুল আজহার সময় গরু ও চামড়া পাচার রোধেও বিজিবির নজরদারি সফল হয়, ফলে কোনো পাচারের ঘটনা ঘটেনি। এ ছাড়া ৯টি যৌথ টাস্কফোর্স অভিযানে ৯০ লাখ টাকার মালামাল জব্দ ও ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান-মানবপাচার প্রতিরোধে মহেশপুর ব্যাটালিয়নের কার্যক্রম অব্যাহত থাকবে।
আরও পড়ুন:








