রবিবার

২১ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে সিরাজগঞ্জ প্রেসক্লাবে দোয়া মাহফিল

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৫ ২২:০১

আপডেট: ২৩ জুলাই, ২০২৫ ১১:০৩

শেয়ার

মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে সিরাজগঞ্জ প্রেসক্লাবে দোয়া মাহফিল
ছবি বাংলা এডিশন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাম্প্রতিক ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে সিরাজগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বাদ মাগরিব প্রেসক্লাব ভবনে আয়োজিত এ দোয়া মাহফিলে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

প্রেসক্লাব সভাপতি মো. হারুন অর রশিদ খান হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক রাজু দেওয়ান ও কোষাধ্যক্ষ নুরুল ইসলাম রইসি। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের দফতর সম্পাদক শেখ মোহাম্মদ এনামুল হক।

আলোচনার পর মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর প্রেসক্লাব সংলগ্ন জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। এছাড়া শোকপ্রকাশের অংশ হিসেবে দিবসটির প্রারম্ভে প্রেসক্লাব ভবনে কালো পতাকা উত্তোলন ও অর্ধনমিত রাখা হয়।



banner close
banner close