রবিবার

২১ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে মিরসরাই প্রেস ক্লাবের দোয়া মাহফিল

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৫ ২১:৩৭

শেয়ার

বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে মিরসরাই প্রেস ক্লাবের দোয়া মাহফিল
ছবি সংগৃহীত

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ ৩১ জন নিহত ও অর্ধশতাধিক আহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে দোয়া মাহফিল আয়োজন করেছে মিরসরাই প্রেস ক্লাব।

মঙ্গলবার (২২ জুলাই) বাদ আছর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. নুরুল আলম।

অনুষ্ঠানের শুরুতে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। দোয়া ও মিলাদ পরিচালনা করেন ক্লাবের সহ-সভাপতি ও মিরসরাই ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাইফুল হক সিরাজী। সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মাঈন উদ্দিন।

এসময় আরও উপস্থিত ছিলেন— দৈনিক কালের কণ্ঠের এম আনোয়ার হোসেন, আলোকিত বাংলাদেশের আবু সাঈদ ভূঁইয়া, ইত্তেফাকের মোহাম্মদ ইউসুফ, ভোরের দর্পণের আশরাফ উদ্দিন, কালবেলার নুরুল আজহার, ডিবিসি নিউজের সাদমান সময়, যায়যায়দিনের ইকবাল হোসেন, বাংলা এডিশনের জাবেদুল ইসলাম, আজকের পত্রিকার সাফায়েত মেহেদী।



banner close
banner close