রবিবার

২১ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

হবিগঞ্জে টর্নেডোর আঘাতে ১২ বছরের শিশুর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৫ ২১:৩০

শেয়ার

হবিগঞ্জে টর্নেডোর আঘাতে ১২ বছরের শিশুর মৃত্যু
ছবি সংগৃহীত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের সুতাং এলাকায় আকস্মিক টর্নেডোর আঘাতে ১২ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি বাড়ির পাশের কৃষিজমিতে ছাগল চরাতে গেলে হঠাৎ করে প্রচণ্ড বেগে টর্নেডো আঘাত হানে। ঝড়ের কবলে পড়ে সে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা জানান, এমন আকস্মিক ও ভয়াবহ টর্নেডো এর আগে কখনো দেখেননি।



banner close
banner close