রবিবার

২১ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

কুষ্টিয়ায় নদীতে ডুবে বাবা-ছেলের করুণ মৃত্যু, এলাকায় শোকের ছায়া

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৫ ২১:০৫

শেয়ার

কুষ্টিয়ায় নদীতে ডুবে বাবা-ছেলের করুণ মৃত্যু, এলাকায় শোকের ছায়া
ছবি সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় মরা কালীগঙ্গা নদীতে ডুবে এক বাবা ও তার শিশু পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের জঙ্গলী গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলেন—জাহিদুল ইসলাম (৪৫) ও তার ছেলে জিহাদ (৯)। জাহিদুল ইসলাম জঙ্গলী গ্রামের রফি মণ্ডলের ছেলে এবং কুষ্টিয়া পল্লী ও দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের একজন কর্মী। তার ছেলে জিহাদ জঙ্গলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষিকাজের পাশাপাশি চাকরির দায়িত্ব পালনে নিয়োজিত জাহিদুল ইসলাম পাট জাগ দিতে দুপুরে ছেলেকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের মরা কালীগঙ্গা নদীতে যান। এসময় পাট জাগানোর একপর্যায়ে তিনি হঠাৎ পানিতে তলিয়ে যান। বাবাকে বাঁচাতে গিয়ে ছোট ছেলে জিহাদও পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করেন।

এ ঘটনায় পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। পরিবার, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের আহাজারিতে ভারী হয়ে উঠে জঙ্গলী গ্রামের পরিবেশ।

চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশিদুল ইসলাম তুষার বলেন, “একই পরিবারের দুই সদস্যের মৃত্যুতে পুরো এলাকা শোকস্তব্ধ। আমরা তাদের পাশে আছি।”

কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. জানে আলম জানান, “খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগেই স্থানীয়রা মরদেহ উদ্ধার করেন।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার ওসি (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, “বাবা-ছেলে নদীতে পাট জাগানোর সময় ডুবে মারা যান। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।”

মানবিক এই ঘটনার পর জঙ্গলী গ্রামে নেমে এসেছে শোকের গভীরতা। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও সহানুভূতির সঙ্গে বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।



banner close
banner close