সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী চেলা নদী থেকে বালু উত্তোলনের সময় দুই বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের শারপিনপাড়া (চাইরগাঁও) এলাকার আন্তর্জাতিক সীমান্ত পিলার ১২৪১ এইচএস অতিক্রম করে ভারতীয় অংশে প্রবেশ করে বালু উত্তোলনের সময় ভারতীয় চেলা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে।
আটক শ্রমিকরা হলেন সুনামগঞ্জের ছাতক উপজেলার বাসিন্দা মো. সিরাজ মিয়া (৫০) ও মো. আলিম উদ্দিন (২৫)। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৫টা পর্যন্ত তাদেরকে ফেরত দেওয়া হয়নি।
স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, চেলা নদীর আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাছাকাছি বালু উত্তোলনের সময় তারা অসাবধানতাবশত ভারতীয় অংশে প্রবেশ করেন। এরপর বিএসএফ সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, “ঘটনাস্থল সিলেট ৪৮ ব্যাটালিয়নের আওতায়। আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেছি। বিএসএফের কাছে আটক দুজনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং পতাকা বৈঠকের জন্য আহ্বান জানানো হয়েছে। তবে বিকেল ৫টা পর্যন্ত বৈঠক অনুষ্ঠিত হয়নি।”
এ বিষয়ে বিজিবির সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজনুল হক জানান, “চোরাইভাবে বালু উত্তোলনের সময় সীমান্ত অতিক্রম করলে বিএসএফ বাধা দেয়। এসময় উত্তেজনার মধ্যে কিছু শ্রমিক বিএসএফকে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে বিএসএফ দুজনকে ধরে নিয়ে যায়। বিষয়টি মীমাংসার লক্ষ্যে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।”
এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে।
আরও পড়ুন:








