রবিবার

২১ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

সরাইলে সিএনজিতে নারী যাত্রীর ওপর হাতুড়ি হামলা, অর্থ-স্বর্ণালংকার লুট

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৫ ১৯:৪৫

শেয়ার

সরাইলে সিএনজিতে নারী যাত্রীর ওপর হাতুড়ি হামলা, অর্থ-স্বর্ণালংকার লুট
ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় এক নারী যাত্রীকে হাতুড়ি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে পালিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (১৯ জুলাই) দুপুর ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। আহত নারী জুর বানু (৪৫) সরাইল উপজেলার নাথপাড়া গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগীর ছেলে জানান, তার মা ইসলামাবাদ থেকে নন্দনপুরে যাচ্ছিলেন। পথে চালক ও যাত্রীবেশে থাকা দুই দুর্বৃত্ত মিলে তাকে হাতুড়ি দিয়ে মারধর করে ১ লাখ ৬৪ হাজার টাকা, ১২ আনা স্বর্ণের চেইন ও ৫ আনা স্বর্ণের দুল ছিনিয়ে নেয়। পরে বিজয়নগরের রামপুর এলাকায় তাকে ফেলে রেখে পালিয়ে যায়।

স্থানীয়রা জুর বানুকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন।

সরাইল থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী বলেন, "আমি ছুটিতে আছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"



banner close
banner close