রবিবার

২১ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

বিমান বিধ্বস্তে নিহত তানভীরের লাশবাহী অ্যাম্বুল্যান্স দুর্ঘটনায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৫ ১৯:৩৩

আপডেট: ২২ জুলাই, ২০২৫ ১৯:৩৪

শেয়ার

বিমান বিধ্বস্তে নিহত তানভীরের লাশবাহী অ্যাম্বুল্যান্স দুর্ঘটনায়
ছবি সংগৃহীত

রাজধানী উত্তরায় বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী তানভীর আহম্মেদের লাশবাহী অ্যাম্বুল্যান্স মহাসড়কে উল্টে গেছে বলে জানা গেছে।

মির্জাপুরের নগরভাতগ্রাম গ্রামের নেওয়ার পথে অ্যাম্বুল্যান্সটি মহাসড়কে উল্টে যায়। সোমবার (২১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অ্যাম্বুল্যান্সে থাকা নিহতের এক স্বজন আহত হয়েছেন।

নিহত শিক্ষার্থী তানভীর আহম্মেদ (১৪) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নগরভাতগ্রাম এলাকার রুবেল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তানভীর নিহত হয়। পরে রাতে হাসপাতালে আইনগত প্রক্রিয়া শেষে তার স্বজনরা নিহতের মরদেহ একটি লাশবাহী অ্যাম্বুল্যান্স নিয়ে গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে রওনা হন। রাত ২টার দিকে লাশবাহী গাড়িটি কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় পৌঁছালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।

এতে ওই গাড়িতে থাকা নিহতের এক স্বজন আহত হয়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও পাশেই সেনাবাহিনী তাদের উদ্ধার করে। পরে আহতদের স্থানীয় হাসপাতালে থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সফিপুর তানহা হেলথ কেয়ার হাসপাতাল সূত্র জানায়, রাতে আহত অবস্থায় একজন এসেছিলেন।

প্রাথমিক চিকিৎসা নিয়ে ১০ মিনিটের মধ্যে চলে গেছেন।

মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সেলিম বলেন, বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় শিক্ষার্থী তানভীর আহম্মেদের লাশবাহী অ্যাম্বুল্যান্স কালিয়াকৈরের মৌচাক এলাকায় সড়ক বিভাজনের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। পরে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে সেনাবাহিনী পুলিশ এসে অন্য একটি অ্যাম্বুল্যান্স করে তানরভীরের মরদেহ টাঙ্গাইলের মির্জাপুর গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।



banner close
banner close