ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষিকা মাসুকা বেগমের (৩৭) মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ায় নেমে এসেছে শোকের ছায়া। তিনি প্রতিষ্ঠানটির প্রাইমারি শাখার বাংলা মিডিয়ামে ইংরেজি বিষয়ের শিক্ষিকা ছিলেন।
নিহত মাসুকা বেগম ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্য মেড্ডা সবুজবাগ এলাকার সিদ্দিক আহমেদের মেয়ে। পরিবার জানায়, দুই মেয়ে ও এক ছেলের মধ্যে মাসুকা ছিলেন সবার ছোট।
মঙ্গলবার দুপুরে তার মরদেহ আশুগঞ্জ উপজেলার সোহাগপুরে বড় বোনের বাসায় পৌঁছালে সেখানে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে।
বাদ আসর জানাজা শেষে তাকে সোহাগপুর কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
আরও পড়ুন:








