রবিবার

২১ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

ফ্ল্যাটে আত্মগোপনে ছিলেন যুবলীগ নেতা, গণপিটুনির পর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৫ ১৭:৪৮

শেয়ার

ফ্ল্যাটে আত্মগোপনে ছিলেন যুবলীগ নেতা, গণপিটুনির পর গ্রেপ্তার
ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় আত্মগোপনে থাকা এক যুবলীগ নেতাকে তালাবদ্ধ একটি ফ্ল্যাট থেকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। আটককৃত যুবলীগ নেতার নাম মেহেদী হাসান শাহিন। তিনি ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার বাসিন্দা এবং ইউনিয়নের একটি ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২১ জুলাই) দিবাগত রাত ১টার দিকে ফতুল্লার দাপা ইদ্রাকপুর সাহার সিটি এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর কোরবানির ঈদের আগে শাহিন ওই এলাকায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সেখানে বসবাস শুরু করেন।

স্থানীয়দের সন্দেহ হলে তারা সোমবার রাতে বাড়িটি ঘেরাও করে। বিষয়টি টের পেয়ে শাহিন পাশের একটি ফ্ল্যাটে গিয়ে স্ত্রীকে দিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে আত্মগোপনের চেষ্টা করেন। তবে স্থানীয়রা বিষয়টি আঁচ করতে পেরে তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। সে সময় শাহিন বাথরুমে লুকিয়ে ছিলেন। তাকে সেখান থেকে টেনে বের করে গণপিটুনি দেওয়া হয়। পরে পুলিশে খবর দিলে ফতুল্লা মডেল থানার একটি দল এসে তাকে আটক করে নিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক যুবলীগ নেতা শাহিনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন ও সহিংসতার ঘটনায় ইয়াসিন, পারভেজসহ একাধিক হত্যামামলা রয়েছে। তাকে থানায় নিয়ে আসা হয়েছে, আইনগত প্রক্রিয়া চলছে।



banner close
banner close