রবিবার

২১ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

সীমান্তে যৌথ অভিযানে ফেন্সিডিল-ইয়াবা ও ১১ লাখ টাকা উদ্ধার, আটক ৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৫ ১৫:৩৭

শেয়ার

সীমান্তে যৌথ অভিযানে ফেন্সিডিল-ইয়াবা ও ১১ লাখ টাকা উদ্ধার, আটক ৩
ছবি সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-এর যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং নগদ অর্থসহ তিনজনকে আটক করা হয়েছে।

সোমবার (২১ জুলাই ২০২৫) সকাল ৮টার দিকে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) আওতাধীন সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পিরোজপুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়। সীমান্ত পিলার ১৮৫/২-এস হতে প্রায় ২০০ গজ ভেতরে, শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের মো. আমীর হোসেনের বাড়িতে যৌথ এ অভিযান চালানো হয়।

অভিযানে ৮৯ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৫৬৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১১ লাখ ২৮ হাজার টাকা জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—

১. মো. আমীর হোসেন, পিতা: মো. হাবিবুর রহমান

২. মো. বাহাদুর হোসেন (২৫), পিতা: মো. হাবিবুর রহমান

৩. মোসা. জেসমিন (২৫), স্বামী: মো. জমির হোসেন

তিনজনের স্থায়ী ঠিকানা: পিরোজপুর, পোস্ট: সোনামসজিদ, থানা: শিবগঞ্জ, জেলা: চাঁপাইনবাবগঞ্জ।

বিজিবি সূত্র জানায়, আটক আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া গ্রহণ চলছে। জব্দকৃত মাদক ও নগদ অর্থ আইন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম অভিযানটির সত্যতা নিশ্চিত করে বলেন, “বিজিবি সীমান্তে মাদক ও চোরাচালান দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। নজরদারি আরও বাড়ানো হয়েছে এবং প্রয়োজনবোধে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।”



banner close
banner close