সিরাজগঞ্জের তাড়াশে ভূমি রেজিস্ট্রেশনে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে দলিল লেখক সমিতির সাবেক সভাপতি মো. কামারুজ্জামানের দলিল লেখার লাইসেন্স বাতিল করেছে জেলা রেজিস্ট্রার কার্যালয়।
ভুক্তভোগী ভূমি ক্রেতাদের অভিযোগ, রেজিস্ট্রেশনের নামে দীর্ঘদিন ধরে একটি চক্র অতিরিক্ত অর্থ আদায় করে আসছিল। স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে এসব অভিযোগ উত্থাপনের পর বিষয়টি জাতীয় পর্যায়ের সংবাদমাধ্যমে প্রচার পায়।
পরবর্তীতে জেলা রেজিস্ট্রার কার্যালয়ের গঠিত তদন্ত কমিটি চলতি বছরের ৩ জুলাই চারজন অভিযোগকারী—মো. আব্দুল করিম, মো. মুজিবুর রহমান, মো. আবু তালহা এবং মোছা. রোকসানা খাতুনের লিখিত বক্তব্য গ্রহণ করে।
তদন্তে অভিযোগের প্রমাণ মিললে ২১ জুলাই (সোমবার) মো. কামারুজ্জামানের দলিল লেখার লাইসেন্স চূড়ান্তভাবে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
সিরাজগঞ্জ জেলা রেজিস্ট্রার শরীফ তোরাফ হোসেন বলেন, "তদন্ত প্রতিবেদনে তার বিরুদ্ধে আনীত অভিযোগের শতভাগ সত্যতা পাওয়া গেছে। বিধি অনুযায়ী তার লাইসেন্স বাতিল করা হয়েছে।"
এ সিদ্ধান্তে দীর্ঘদিনের হয়রানি ও জিম্মিদশা থেকে মুক্তি পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় ভুক্তভোগীরা।
আরও পড়ুন:








