কুমিল্লায় সেনাবাহিনীর পৃথক দুইটি অভিযানকালে অস্ত্র ব্যবসায়ী হায়দার ও পেনু মির্জাকে ৪টি শর্টগানসহ গ্রেপ্তার করা হয়েছে। সেনাবাহিনী সূত্রে জানা যায়, তারা ছদ্মনাম ব্যবহার করে অস্ত্রের ব্যবসা করতো।
মঙ্গলবার (২২ জুলাই) নগরীতে সেনাবাহিনী ও র্যাব-১১ এর যৌথ পরিচালিত বিশেষ অভিযানে দুইজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
আটককৃতরা হলেন কুমিল্লা কোতয়ালী থানার মুরাদপুর এলাকার আবু হায়দার (৪০), কোতয়ালী থানার নূরপুর এলাকার মজিবর রহমান (৩৮)। মজিবরের ছদ্মনাম নাম পেনু মির্জা ।
অভিযানকালে তাদের কাছ থেকে শর্টগান ৪টি, বিদেশি চাকু ১টি, ছেনি ১টি, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ২টি, বাটন ফোন ২টি ,পাসপোর্ট ১টি, এলজির কার্তুজ ১টি উদ্ধার করা হয়।
র্যাব-১১ সূত্রে জানা যায়, অস্ত্র ব্যবসায়ীরা তাদের ছদ্মনাম ব্যবহার করে কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে অস্ত্র বেচাকেনা করে আসছে। আসামীদের মোবাইল ফরেনসিক বিশ্লেষণে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। অস্ত্র ব্যবসায়ী হায়দার আওয়ামী লীগ সমর্থিত সন্ত্রাসীদের নিকট অস্ত্র যোগান দিতো।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মহিনুল ইসলাম বলেন, র্যাব-১১,সিপিসি-২ ও সেনাবাহিনী সদস্যদের পৃথক দুইটি অভিযানে দুইজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করে থানায় হস্তান্তর করে। আইনি প্রক্রিয়া শেষে আসামীদের মঙ্গলবার বিকেলে আদালতে প্রেরণ করা হবে।
আরও পড়ুন:








