রবিবার

২১ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

গাইবান্ধায় হ্যাকার চক্রের দুই মাস্টারমাইন্ড গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৫ ১১:৩৮

আপডেট: ২২ জুলাই, ২০২৫ ১১:৪০

শেয়ার

গাইবান্ধায় হ্যাকার চক্রের দুই মাস্টারমাইন্ড গ্রেফতার
ছবি সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে হ্যাকার চক্রের দুই মূলহোতা ধরা পড়েছে। এ সময় বিপুল পরিমাণ মোবাইল ফোন, সিমকার্ড ও হ্যাকিংয়ে ব্যবহৃত প্রযুক্তি ডিভাইস উদ্ধার করা হয়।

সোমবার (২১ জুলাই) দিবাগত রাতে উপজেলার সাপমারা ইউনিয়নের তালুক রহিমাপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সাঘাটা সেনা ক্যাম্পের ক্যাপ্টেনের নেতৃত্বে এবং গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজরের উপস্থিতিতে পরিচালিত এই অভিযানে থানা পুলিশের সদস্যরাও অংশ নেন।

গ্রেফতারকৃতরা হলেন, তালুক রহিমাপুর এলাকার জামিল হোসেনের ছেলে আশিকুর রহমান (৩২) এবং মুনসুর আলীর ছেলে আদম হোসেন (২৮)।

প্রাথমিক তদন্তে জানা যায়, এই দুজন দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মোবাইল হ্যাকিং, আর্থিক প্রতারণা ও অবৈধ তথ্য লেনদেনে জড়িত ছিলেন। তাদের একটি বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এই চক্রের মাধ্যমে বহু সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অভিযান অব্যাহত রয়েছে এবং চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে কাজ করছে সেনাবাহিনী ও পুলিশ।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।



banner close
banner close