রবিবার

২১ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

ডাকাতিয়ায় গোসল করতে গিয়ে নিখোঁজ, ২৪ ঘণ্টা পর মিলল বৃদ্ধের মরদেহ

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৫ ২২:২১

শেয়ার

ডাকাতিয়ায় গোসল করতে গিয়ে নিখোঁজ, ২৪ ঘণ্টা পর মিলল বৃদ্ধের মরদেহ
ছবি সংগৃহীত

চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নে ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া শফিকুর রহমান পাটোয়ারী (৭২)–এর মরদেহ ২৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ জুলাই) সকাল ৯টা ৫৫ মিনিটে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে চাঁদপুর নদী ফায়ার স্টেশনের ডুবুরি দল।

নিহত শফিকুর রহমান পাটোয়ারী সদর উপজেলার রামপুর গ্রামের বাসিন্দা এবং মো. দুদু মিয়া পাটোয়ারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২০ জুলাই) সকালে শফিকুর রহমান বাড়ির পাশের ডাকাতিয়া নদীতে অন্যান্যদের সঙ্গে গোসল করতে নামেন। অন্যরা উঠে এলেও তিনি আর ওঠেননি। বিষয়টি জানাজানি হলে স্বজনরা নদী এলাকায় মাইকিংয়ের মাধ্যমে খোঁজাখুঁজি শুরু করেন এবং চাঁদপুর নদী ফায়ার স্টেশনে খবর দেন।

চাঁদপুর নদী ফায়ার স্টেশনের লিডার আলী আহম্মদ জানান, রোববার দুপুর ১২টা ৪৫ মিনিটে সংবাদ পাওয়ার পর বেলা ২টার দিকে উদ্ধার অভিযান শুরু করা হয়। দীর্ঘ অনুসন্ধান শেষে পরদিন সকাল ৯টা ৫৫ মিনিটে তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নদীতে প্রবল স্রোতের কারণে তিনি পানিতে তলিয়ে যান। উদ্ধার করা মরদেহ তার ছোট ছেলে মো. শিহাব হোসেনের কাছে হস্তান্তর করা হয়েছে।



banner close
banner close