রবিবার

২১ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

সাভারে পূর্ব শত্রুতার জেরে দুই যুবককে কুপিয়ে জখম

ঢাকা উত্তর প্রতিনিধি :

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৫ ১৮:৫০

শেয়ার

সাভারে পূর্ব শত্রুতার জেরে দুই যুবককে কুপিয়ে জখম
ছবি সংগৃহীত

সাভারের বিরুলিয়ায় পূর্ব শত্রুতার জেরে দুই যুবককে কুপিয়ে গুরুতর আহত করেছে একদল সন্ত্রাসী। আহতদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ভুক্তভোগীদের পরিবার সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

রবিবার দিবাগত (২১ জুলাই) রাত দেড়টার দিকে অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা। এর আগে শুক্রবার (১৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে বিরুলিয়ার খাগান এলাকার সাত্তার মিয়ার মার্কেটের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন—সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার আজগরা গ্রামের মো. ফজল আলী শেখের ছেলে মো. শরীফুল ইসলাম (২৪) এবং তার বন্ধু মো. রবিউল ইসলাম রবিন (২৫)।

অভিযুক্তরা হলেন—সাভারের চাপাইন এলাকার সরাফাত আলীর ছেলে সুজন সিকদার (৩২), সামাইর গ্রামের মৃত রুস্তম শিরালীর ছেলে আমির শিরালী (৬২), কাকাব এলাকার মৃত মুসলিম উদ্দিনের ছেলে শাহিনুর রহমান শাহিন (৫৮), নাইরাদি এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে মো. তুহিন আহম্মেদ (৩২), ঋষিপাড়া এলাকার এনায়েত উল্লাহ ওরফে ফটিকসহ অজ্ঞাতনামা আরও ২০–২৫ জন।

ভুক্তভোগীদের পরিবার জানায়, ঘটনার সময় শরীফুল ও রবিউল সাত্তার মিয়ার মার্কেটের সামনে চা পান করছিলেন। হঠাৎ মোটরসাইকেলে দেশীয় অস্ত্রসহ একদল দুর্বৃত্ত এসে শরীফুলের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। রবিউল তাকে বাঁচাতে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়। স্থানীয়দের চিৎকারে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, শরীফুলের অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন, "ঘটনার লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"



banner close
banner close