ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি শ্রমিকবাহী বাস রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে নারীসহ অন্তত ৩০ জন শ্রমিক আহত হয়েছেন।
সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্রাপাড়া মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আশুগঞ্জ থেকে কুট্রাপাড়ার একটি ব্যাগ তৈরির কারখানায় কর্মরত শ্রমিকদের আনা-নেওয়ার জন্য প্রতিদিনের মতো বাসটি চলছিল। কারখানার কাছাকাছি পৌঁছালে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান, ফলে বাসটি সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেন। পরে অবস্থা গুরুতর হলে অন্তত ১৯ জনকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। আহতদের মধ্যে অধিকাংশই নারী শ্রমিক।
খাঁটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. সজীব মিয়া বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে সহায়তা করে। বাসটি উদ্ধারে কাজ চলছে।”
এদিকে, এমন সড়ক দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা চালকদের আরও সতর্কতা অবলম্বন এবং ঢাকা-সিলেট মহাসড়কে কঠোর ট্রাফিক নজরদারির দাবি জানিয়েছেন।
আরও পড়ুন:








