রবিবার

২১ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

ঠাকুরগাঁওয়ে ৯০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি:

প্রকাশিত: ২০ জুলাই, ২০২৫ ২২:৩৮

শেয়ার

ঠাকুরগাঁওয়ে ৯০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী আটক
ছবি সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯০০ পিস নিষিদ্ধ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হেলাল মিয়া (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

রবিবার (২০ জুলাই) দুপুরে সদর উপজেলার কচুবাড়ী হাটপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি দল অভিযান চালিয়ে হেলাল মিয়ার ঘর থেকে ৯০০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করে। জব্দকৃত ট্যাবলেটের বাজারমূল্য আনুমানিক ২ লাখ ৭০ হাজার টাকা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।



banner close
banner close