সাতক্ষীরার তালা উপজেলায় মাদ্রাসা শিক্ষক মো. শরিফুল গাজীকে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত এক যুবক। তবে হামলার মাত্র ১০-১৫ মিনিটের মধ্যেই গণপিটুনিতে নিহত হয় হামলাকারী রাজু গাজী।
রোববার বিকেলে উপজেলার খেশরা ইউনিয়নের শাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
নিহত শিক্ষক শরিফুল গাজী হরিহরনগর গ্রামের মৃত মাওলানা আলিম উদ্দীন গাজীর পুত্র এবং শাহাপুর হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন। হামলাকারী রাজু গাজী একই গ্রামের মোস্তফা ওরফে খোকন গাজীর ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে রাজু গাজী শিক্ষক শরিফুলকে ডেকে মাদ্রাসার সামনে নিয়ে এসে কোনো ধরনের পূর্ব-আভাস ছাড়াই ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। ঘটনাটি প্রত্যক্ষ করে স্থানীয়রা সঙ্গে সঙ্গে রাজুকে ধরে গণপিটুনি দেয়, যাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম লিয়াকত হোসেন ও স্থানীয়রা জানান, রাজু দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং এলাকায় তার বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ ছিল। চাঁদা দাবি নিয়ে বিরোধ থেকেই হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দিন বলেন, “ঘটনাস্থলে পৌঁছে আমরা দুজনের মরদেহ উদ্ধার করেছি। মরদেহ দুটি সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।
আরও পড়ুন:








