রবিবার

২১ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

হাটিকুমরুলে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০ জুলাই, ২০২৫ ২১:১৮

শেয়ার

হাটিকুমরুলে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু
ছবি বাংলা এডিশন

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় কাভার্ডভ্যানের চাপায় মারুফ শেখ (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি কামারখন্দ উপজেলার মুখ বেলাই গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুল কাদেরের ছেলে।

রোববার (২০ জুলাই) সন্ধ্যায় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান হাটিকুমরুল রাধানগর ব্রিজ এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারুফ শেখ নিহত হন।

খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং কাভার্ডভ্যানটি জব্দ করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, “মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”



banner close
banner close