মাদারীপুরে চাইনিজ কোরালসহ মোটরসাইকেল আরোহী দুই কিশোরকে আটক করেছে সেনাবাহিনীর একটি টহল দল। রোববার (২০ জুলাই) বেলা ১১টার দিকে সদর উপজেলার মোস্তফাপুরের শাজাহান খান কলেজের সামনে থেকে তাদের আটক করা হয়। পরে আটককৃতদের মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
আটককৃতরা হলেন—নতুন মাদারীপুর এলাকার মামুন হাওলাদার ওরফে আলমাস হাওলাদারের ছেলে রাব্বি হাওলাদার (২২) এবং একই এলাকার আরিফ হাওলাদারের ছেলে তানজিম হাওলাদার (১৯)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেল চালিয়ে ঘোরাঘুরি করছিলেন রাব্বি। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে সেনাবাহিনী সদস্যরা তাকে থামিয়ে তল্লাশি চালান। এ সময় তার কাছ থেকে একটি চাইনিজ কোরাল উদ্ধার হয়। পরবর্তীতে রাব্বির দেওয়া তথ্যে তানজিম হাওলাদারকে আটক করা হয়।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন বলেন, “আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তী সময়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।”
আরও পড়ুন:








