পাবনার ঈশ্বরদীতে যৌথ অভিযানে উপজেলা আওয়ামী লীগের এক সাবেক নেতা সহ ১৬ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (১৯ জুলাই) রাতে ঈশ্বরদী থানা পুলিশ, ঈশ্বরদী সদর ফাঁড়ি, পাকশী ফাঁড়ি এবং রূপপুর ফাঁড়ির যৌথ অভিযানে পৌর এলাকার শেরশাহ রোড থেকে তাদের আটক করা হয়।
রোববার দুপুরে গ্রেপ্তারকৃতদের পাবনার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মো. আফজাল হোসেন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুন নূর জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশে এই অভিযান চালানো হয়। তিনি বলেন, বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আরও ১৫ জন আসামিকে আটক করা হয়।
এ ঘটনায় এলাকায় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসন জানায়, অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন:








