রবিবার

২১ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

টেকনাফে অটোচালক অপহরণ: অস্ত্রসহ ৫ অপহরণকারী গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২০ জুলাই, ২০২৫ ১৭:৪০

শেয়ার

টেকনাফে অটোচালক অপহরণ: অস্ত্রসহ ৫ অপহরণকারী গ্রেপ্তার
ছবি সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে অটোচালক পাভেল চাকমা (২৪) অপহরণ মামলায় জড়িত ৫ জনকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। এসময় উদ্ধার করা হয় একটি দেশীয় পাইপগান ও তিনটি শটগানের কার্তুজ।

গ্রেপ্তারকৃতরা হলেন চকরিয়ার কোনাখালী ইউনিয়নের আব্বাস উদ্দিন (৪২), সাকিবুল ইসলাম (২২), ফরহাদ মিয়া (১৯), মো. রবিউল হোসেন (২৭) এবং মো. তাওসিফ (১৯)।

ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, ১৯ জুলাই রাতে বাহারছড়া ইউনিয়নের মেরিন ড্রাইভ সড়কের সৈকত কাউন্টারের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা অপহরণে জড়িত থাকার কথা স্বীকার করে এবং জানায়, উত্তর শীলখালীতে ছনের স্তূপে অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

অপহৃত অটোচালক পাভেল চাকমা অভিযুক্তদের শনাক্ত করেছেন। টেকনাফ থানায় দায়েরকৃত মামলায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।



banner close
banner close