রবিবার

২১ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ২০ জুলাই, ২০২৫ ১৭:১৩

শেয়ার

চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার
ছবি বাংলা এডিশন

চুয়াডাঙ্গার জীবননগরে নাশকতা মামলায় আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে জীবননগর থানা পুলিশ। শনিবার দিনগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার বাঁকা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টু (৪৫), একই ওয়ার্ডের সহসভাপতি আবু তালেব (৫৮) এবং হাসাদাহ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শুকুর আলী (৫৪)।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সময় নাশকতা মামলার আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, পেনাল কোডের ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৩৮৫/৩৮৬/৩৭৯/৪২৭/১১৪ও ৫০৬ ধারায় তাদের নামে মামলা ছিলো। গ্রেপ্তারকৃতদের রবিবার আদালতের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে।



banner close
banner close