চট্টগ্রামের পটিয়া উপজেলায় স্বামীর বাড়ি থেকে ঊর্মি আক্তার (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ জুলাই) সকালে তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ঊর্মি আক্তার পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সফর মুল্লুক হাজী বাড়ির মোজাম্মেল হকের স্ত্রী এবং আহমতুল্লাহ হকের মেয়ে।
ঊর্মির বড় বোন সুমি আক্তার অভিযোগ করেন, তিন বছর আগে মোজাম্মেল হকের সঙ্গে তার বোনের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য শ্বশুরবাড়ির সদস্যরা ঊর্মিকে প্রায়ই শারীরিকভাবে নির্যাতন করতেন। এ নিয়ে একাধিকবার অর্থ ও উপহার সামগ্রী দেওয়া হলেও নির্যাতন থামেনি। এসব সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত ঊর্মি আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হন বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, “প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
তিনি আরও জানান, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন:








