সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

সীমান্ত অতিক্রমকালে যুবক নিখোঁজ, ফেরেনি বাংলাদেশে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

প্রকাশিত: ২০ জুলাই, ২০২৫ ১৫:২২

শেয়ার

সীমান্ত অতিক্রমকালে যুবক নিখোঁজ, ফেরেনি বাংলাদেশে
ছবি সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জোহরপুর সীমান্ত দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে ভারতে প্রবেশকালে বিএসএফের চ্যালেঞ্জে পড়ে এক যুবক নিখোঁজ রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে ৫৩ বিজিবি।

রবিবার (২০ জুলাই ২০২৫) ভোররাতে আনুমানিক ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ জোহরপুর বিওপি সীমান্তের ১৬/৫ নম্বর পিলার এলাকা দিয়ে ৪/৫ জন চোরাকারবারী গরু আনতে ভারতে প্রবেশ করে বলে বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্য সূত্রে জানা গেছে। বিএসএফ তাদের চ্যালেঞ্জ করলে চারজন বাংলাদেশে ফিরে আসলেও লালচান (২৩) নামের একজন আর ফিরতে পারেননি।

নিখোঁজ লালচানের পিতার নাম মোঃ শাহজাহান। তিনি শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের সাত-রশিয়া গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে ৫৩ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিপক্ষ ভারতের ৭১ বিএসএফ ব্যাটালিয়নের নুরপুর ক্যাম্পের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। এখন পর্যন্ত লালচানের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দাখিল করা হয়নি।

বিজিবি আরও জানায়, সীমান্তের যে অংশ দিয়ে চোরাকারবারীরা ভারতে প্রবেশ করে, ওই এলাকায় কোনো কাঁটাতারের বেড়া নেই। গতকাল সেখানে প্রচণ্ড দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছিল, যা পরিস্থিতি আরও জটিল করে তোলে।

উল্লেখ্য, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে। পরিস্থিতির সার্বিক বিষয়ে বিজিবির পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে।

এদিকে নিখোঁজ যুবকের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কেউ তাদের সঙ্গে যোগাযোগ করেনি বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত লালচানের সন্ধান পাওয়া যায়নি।



banner close
banner close