রবিবার

২১ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

চট্টগ্রামের খালে মিলল নিখোঁজ রিকশাচালকের হাত-পা বাঁধা মরদেহ

চট্টগ্রাম প্রতিনিধি:

প্রকাশিত: ২০ জুলাই, ২০২৫ ১৪:৪০

আপডেট: ২০ জুলাই, ২০২৫ ১৪:৪১

শেয়ার

চট্টগ্রামের খালে মিলল নিখোঁজ রিকশাচালকের হাত-পা বাঁধা মরদেহ
প্রতীকী ছবি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং খাল থেকে নিখোঁজের এক সপ্তাহ পর রিকশাচালক সন্তোষ নাথের (৪০) হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সন্তোষ নাথ ফটিকছড়ির লেলাং ইউনিয়নের লালপুল এলাকার পরিমল নাথের ছেলে।

রবিবার (২০ জুলাই) সকালে লালপুল সংলগ্ন খালে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

স্থানীয়দের বরাতে জানা যায়, সন্তোষ নাথ প্রায় এক সপ্তাহ আগে নিখোঁজ হন। তার পরিবারের সদস্য ও এলাকাবাসী বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছিলেন। মরদেহ খালে ভেসে ওঠার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহম্মদ বলেন, “নিহতের পরনে লুঙ্গি ও কালো শার্ট ছিল এবং তার হাত-পা বাঁধা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে।



banner close
banner close