বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অন্যতম কৃষিভিত্তিক পর্যটন কেন্দ্র ভীমরুলীর ভাসমান পেয়ারা বাজার পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দুল ওয়াহাব আস সায়দানি।
রবিবার (২০ জুলাই) সকালে বরিশাল থেকে সড়কপথে ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের ভীমরুলী বাজারে পৌঁছান রাষ্ট্রদূত। পরে ট্রলারে চড়ে পানির ওপর ভাসমান পেয়ারা, আমড়া ও মৌসুমি ফলের হাট ঘুরে দেখেন তিনি।
বাজারের কর্মচাঞ্চল্য, কৃষকদের পরিশ্রম ও উৎপাদিত পণ্যের গুণগত মান দেখে রাষ্ট্রদূত সন্তোষ প্রকাশ করে বলেন, “বাংলাদেশের পেয়ারা শুধু সুস্বাদু নয়, বরং আন্তর্জাতিক মানসম্পন্ন। এই পেয়ারা কীভাবে আলজেরিয়ায় রপ্তানি করা যায়, সে বিষয়ে আমরা গুরুত্বের সঙ্গে ভাববো।”
তিনি আরও বলেন, বাংলাদেশের কৃষি অর্থনীতি ও পণ্যের বৈচিত্র্য আন্তর্জাতিক বাজারে সম্ভাবনাময়। বিশেষ করে ঝালকাঠির মতো অঞ্চলে পরিবেশবান্ধব চাষাবাদ এ দেশের কৃষিক্ষেত্রে এক উজ্জ্বল দৃষ্টান্ত।
রাষ্ট্রদূতের সফরসঙ্গী ছিলেন তাঁর কন্যা এলিনা, ব্যক্তিগত সচিব এ কে এম সাইয়েদাদ হোসাইন এবং ফরচুন বরিশাল কোম্পানির কর্ণধার মো. মিজানুর রহমান। সফরের সময় নিরাপত্তা নিশ্চিত করে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী।
উল্লেখ্য, বর্ষা মৌসুমে এই ভাসমান বাজার ঘিরে দেশি-বিদেশি হাজারো পর্যটকের পদচারণায় মুখর থাকে ভীমরুলী। রাষ্ট্রদূতের এই সফর ভবিষ্যতে ভাসমান পেয়ারা বাজারকে আন্তর্জাতিক পর্যটন ও রপ্তানি সম্ভাবনার নতুন দিগন্তে নিয়ে যাবে বলে আশা করছেন স্থানীয়রা।
সফর শেষে রাষ্ট্রদূত বরিশালের উদ্দেশ্যে ঝালকাঠি ত্যাগ করেন।
আরও পড়ুন:








