লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পানিতে পড়ে রাফসান (১৮ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ রোববার (২০ জুলাই) সকালে উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফসান ওই এলাকার আলমগীর হোসেনের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, রোববার সকালে বাড়ির পাশে খেলতে গিয়ে রাফসান একটি পুকুরে পড়ে যায়। শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করে। পরে দ্রুত তাকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আনারুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন:








