রবিবার

২১ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

গোপালগঞ্জে রোববার ১৪৪ ধারা জারি

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০ জুলাই, ২০২৫ ০৭:৫৭

শেয়ার


গোপালগঞ্জে রোববার ১৪৪ ধারা জারি
ফাইল ছবি

গোপালগঞ্জে রোববার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে ১৪৪ ধারা জারি করা হয়।

এর আগে, শনিবার রাত ৮টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি জানান, রোববরা সকাল ৬টায় কারফিউ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ১৪৪ ধারার কার্যক্রম শুরু হবে। চলবে রাত ৮টা পর্যন্ত।

এর আগে শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকলেও শহরের মানুষের চলাচল ছিল কম।

বুধবার গোপালগঞ্জে সহিংসতার প্রেক্ষাপটে জেলা ম্যাজিস্ট্রেট প্রথমে ১৪৪ ধারা জারি করেন। পরে বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। ওই সময় শেষে কারফিউ পুরোপুরি না তুলে সময় ধরে শিথিল করা হয়।



banner close
banner close