রবিবার

২১ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

কু‌ড়িগ্রা‌মে মস‌জি‌দের রে‌লিং ভে‌ঙে মুসল্লীর মৃত‌্যু

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৫ ২৩:১২

শেয়ার

কু‌ড়িগ্রা‌মে মস‌জি‌দের রে‌লিং ভে‌ঙে মুসল্লীর মৃত‌্যু
ছবি বাংলা এডিশন

কুড়িগ্রামের উলিপুরে মসজিদের ছাদের কার্নিস (রেলিং ) ভেঙে আব্দুল মমিন (৬৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যা ৭টায় উপজেলার পান্ডুল ইউনিয়নের আপুয়ার খাতা জামে মসজিদে এ ঘটনা ঘটে। আব্দুল মমিন ওই এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার মাগরিবের নামাজ আদায় করার জন্য আব্দুল মমিন মসজিদের অজু খানায় অজু শেষ করে মসজিদে প্রবেশের সময় আক‌স্মিকভা‌বে ছাদের ওপরের কার্নিস (রেলিং)ভেঙে তা‌কে চাপা দেয়। এ সময় নামাজের মুস‌ল্লিরা আব্দুল মমিনকে রেলিং‌য়ের নি‌চ থে‌কে বের কর‌লে ততক্ষ‌নে তি‌নি মারা যান।

ক‌য়েকজন স্থানীয় বা‌সিন্দা জানান, বাড়ির পা‌শে মস‌জিদ হওয়ায় আব্দুল ম‌মিন নিয়‌মিত এ মস‌জি‌দে নামাজ পড়তেন। আজ (শ‌নিবার) হঠাৎ মাগরিবের নামাজের সময় ওযু করে মসজিদে প্রবেশের সময় মাথার ওপর রেলিং ভেঙে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। প‌রে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নি‌য়ে যায়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরিবারের লোকজনের কোনো অভিযোগ নেই।



banner close
banner close