রবিবার

২১ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

শ্রমিককে কালো তালিকাভুক্ত করা যাবে না: সাভারে শ্রম উপদেষ্টা

ঢাকা উত্তর প্রতিনিধি

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৫ ২০:৫৬

শেয়ার

শ্রমিককে কালো তালিকাভুক্ত করা যাবে না: সাভারে শ্রম উপদেষ্টা
ছবি সংগৃহীত

শ্রমিকদের কারখানা থেকে কালো তালিকাভুক্ত করার কোনো অধিকার মালিকদের নেই বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

শনিবার বিকেলে সাভারের গেন্ডা বালুমাঠে ‘জুলাই পূর্ণজাগরণ ২০২৫’ উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “কোনো শ্রমিককে কালো তালিকাভুক্ত করা যাবে না—এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “প্রতিটি কারখানায় শ্রমিকদের ট্রেড ইউনিয়ন গঠনের অধিকার রয়েছে। প্রত্যেকটি কারখানায় অন্তত পাঁচটি করে ট্রেড ইউনিয়ন গঠনের সুযোগ থাকবে। এরপর সিবিএ (কালেকটিভ বার্গেনিং অ্যাজেন্ট) নির্বাচনের মাধ্যমে শ্রমিক প্রতিনিধিরা নির্ধারিত হবেন, যারা সরকারের সঙ্গে শ্রমিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস. মুর্শিদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার, প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, বিজিএমইএ সভাপতি এবং অন্যান্য কর্মকর্তারা।



banner close
banner close