রবিবার

২১ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

শেরপুরে জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৫ ১৮:৪২

শেয়ার

শেরপুরে জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি
ছবি সংগৃহীত

শেরপুরে ১৯৭৪ সালের জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (১৯ জুলাই) সকাল ১১টায় জেলা শহরের মাধবপুরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের পেছনে নির্মাণাধীন ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ এলাকার পাশে এই কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন ও বন বিভাগ।

বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া, শেরপুর প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, শেরপুর বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. সাদেকুল ইসলাম খান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শওকত হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, “জুলাই-আগস্টের শহীদরা গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন। তাঁদের স্মরণে এই বৃক্ষরোপণ নতুন প্রজন্মকে দেশপ্রেমে অনুপ্রাণিত করবে।”



banner close
banner close