রবিবার

২১ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

মিরসরাইয়ে স্ত্রীর পরিকল্পনায় স্বামীকে হত্যা, গ্রেফতার ৫

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৫ ১৮:৩৬

আপডেট: ১৯ জুলাই, ২০২৫ ১৯:২৯

শেয়ার

মিরসরাইয়ে স্ত্রীর পরিকল্পনায় স্বামীকে হত্যা, গ্রেফতার ৫
ছবি সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাত্র ৩০ হাজার টাকার জন্য স্ত্রী ফিরোজা বেগম (৫৫) ও তার বড় বোন শ্যামলা বেগমের (৬০) পরিকল্পনায় স্বামী ফয়েজ আহমেদ (৮৫) খুন হয়েছেন। বসতঘরে হাত-পা বেঁধে ও মুখে কাপড় গুঁজে শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় প্রধান অভিযুক্ত আকতার (৩২), রুবেল (২৫) ও শাকিব (২৩) কে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৯ জুলাই) বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নোমান আহমেদ পিপিএম এবং জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম। অভিযুক্তদের একই দিন চট্টগ্রাম আদালতে পাঠানো হয়। তার আগে ভোরে সীতাকুণ্ড উপজেলা থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, দিনমজুর আকতার ফিরোজা বেগমের আস্থাভাজন হয়ে ওঠেন। ফয়েজ আহমেদ কৃপণ প্রকৃতির হওয়ায় স্ত্রীকে সচ্ছলভাবে খরচ দিতেন না। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে ফিরোজা ৩০ হাজার টাকা চুরির পরিকল্পনা করেন। এ কাজে সহায়তা করে তার বড় বোন শ্যামলা বেগম, আকতার এবং আকতারের সহযোগী রুবেল ও শাকিব।

পরিকল্পনা অনুযায়ী, আকতার বারইয়ারহাট বাজার থেকে রশি কিনে এনে রুবেল ও শাকিবকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। ২৫ জুন দিবাগত রাতে ফিরোজা ধাত্রী কাজের অজুহাতে বাইরে যান। এরপর ঘরের দরজা খোলা পেয়ে ঘুমন্ত ফয়েজ আহমেদকে হাত-পা বেঁধে ফেলেন অভিযুক্তরা। তিনি জেগে উঠে চিৎকার করলে মুখে কাপড় গুঁজে ও নাক-মুখ চেপে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়।

পুলিশ আরও জানায়, হত্যাকাণ্ডের পর ঘরের ড্রয়ার থেকে ৩০ হাজার টাকা চুরি করে তিনজন পালিয়ে যায়। পরে আকতার ১৪ হাজার টাকা এবং রুবেল ও শাকিব মিলে ১৬ হাজার টাকা ভাগ করে নেয়। পরদিন সকালে ফিরোজা বাড়ি ফিরে পুলিশকে জানান স্বামীকে হত্যা করে আকতার পালিয়ে গেছেন।

উল্লেখ্য, ঘটনার পরদিন নিহতের ছেলে আলমগীর বাদী হয়ে জোরারগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়।



banner close
banner close