শুক্রবার

১৪ নভেম্বর, ২০২৫ ৩০ কার্তিক, ১৪৩২

কেরাণীগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগে হত্যা

কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৫ ১৫:৩৬

আপডেট: ১৯ জুলাই, ২০২৫ ১৬:২০

শেয়ার

কেরাণীগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগে হত্যা
ছবি সংগৃহীত

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে রাস্তার পাশে ঝোপ থেকে শামীম (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) সকাল ১০টার দিকে আব্দুল্লাহপুরের ভাওয়ার ভিটি এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশে খবর দেন। পরে দক্ষিণ কেরাণীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত শামীম দক্ষিণ কেরাণীগঞ্জ থানার মিরেরবাগ এলাকার বাসিন্দা এবং জজ মিয়ার ছেলে।

দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আকতার হোসেন জানান, নিহতের পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, শুক্রবার রাত ৯টার দিকে শামীমকে তার দুলাভাই একটি সিএনজিচালিত অটোরিকশায় করে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন সকালে মহাসড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে ময়নাতদন্ত প্রতিবেদন প্রয়োজন।

এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে শামীমের পরিবার। পুলিশ বলছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে পারিবারিক শত্রুতা কিংবা ব্যক্তিগত বিরোধের জেরে হত্যাকাণ্ডের আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারাও ঘটনার দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।



banner close
banner close