রবিবার

২১ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

সিরাজগঞ্জে জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে ১৩ শহিদের স্মরণে ১৩টি বৃক্ষরোপণ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৫ ১৪:২৭

শেয়ার

সিরাজগঞ্জে জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে ১৩ শহিদের স্মরণে ১৩টি বৃক্ষরোপণ
ছবি বাংলা এডিশন

জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ শহিদদের স্মরণে সিরাজগঞ্জে ‘এক শহিদ, এক বৃক্ষ’ কর্মসূচির আওতায় ১৩ শহিদের নামে ১৩টি সোনালু গাছ রোপণ করা হয়েছে।

শনিবার (১৯ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপান চত্বরে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গনপতি রায়, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান এবং ছাত্র সমন্বয়ক মুনতাসীর মেহেদী।

বক্তব্যপর্ব শেষে শহিদ পরিবারের সদস্যরা তাদের প্রিয়জনের নামে একটি করে গাছ রোপণ করেন।

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র গণআন্দোলনের অংশ হিসেবে জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ হন ১৩ জন। তারা হলেন:

১. সোহানুর রহমান রঞ্জু (মাছুম দক্ষিণ পাড়া),

২. শিহাব উদ্দিন (জামতৈল, কামারখন্দ),

৩. সুমন সেখ (গয়লা পাড়া),

৪. আব্দুল লতিফ (গয়লা পাড়া),

৫. জাহাঙ্গীর আলম (মেছড়া হাটপাড়া),

৬. লেবু (দুমরাই রুদ্রপুর, রায়গঞ্জ),

৭. নজরুল ইসলাম (বারইভাগ, রায়গঞ্জ),

৮. শিহাব আহম্মেদ (বেতিল মাধবপুর, বেলকুচি),

৯. সিয়াম হোসেন (বেতিল গোপরেখী, গুমুখী),

১০. ইয়াহিয়া আলী (খুকনী ঝাউপাড়া, শাহজাদপুর),

১১. অন্তর ইসলাম (কৈজরি),

১২. সুজন মাহমুদ (রুপপুর),

১৩. মনিরুজ্জামান (নাগরদোলা)।

বৃক্ষরোপণ শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়, যা পরিচালনা করেন ছাত্রসমন্বয়ক মুনতাসীর মেহেদী।



banner close
banner close