রবিবার

২১ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

স্ত্রীকে তালাক দিয়ে ২৫ কেজি দুধে গোসল করলেন স্বামী

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৫ ১১:০১

আপডেট: ১৯ জুলাই, ২০২৫ ১১:০২

শেয়ার

স্ত্রীকে তালাক দিয়ে ২৫ কেজি দুধে গোসল করলেন স্বামী
ছবি সংগৃহীত

দাম্পত্য কলহের অবসান ঘটিয়ে তালাক দিয়েছেন স্বামী। এরপর দেনমোহরের ২ লাখ ৮৫ হাজার টাকা পরিশোধ করে ২৫ কেজি গরুর দুধ দিয়ে গোসল করেছেন তিনি। এমন ব্যতিক্রমী ঘটনা ঘটেছে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের তরফপাহাড়ী গ্রামে।

জানা যায়, ওই গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে হৃদয় মিয়া (৩০) এক বছর আগে একই গ্রামের রিয়া মনি (২২)-কে পারিবারিকভাবে বিয়ে করেন। বিয়ের সময় দেনমোহর নির্ধারিত ছিল ২ লাখ ৮৫ হাজার টাকা।

তবে বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল। প্রায়ই তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া লেগে থাকত। একপর্যায়ে উভয়পক্ষের সম্মতিতে বিচ্ছেদের সিদ্ধান্ত হয়। দীর্ঘদিন ধরে পরিবার ও স্থানীয়রা চেষ্টা করেও সমঝোতা করতে পারেনি।

শেষমেশ বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে স্থানীয়দের উপস্থিতিতে তালাক কার্যকর হয়। রেজিস্ট্রার (কাজী)-এর মাধ্যমে তালাক রেজিস্ট্রি করা হয় এবং স্ত্রী রিয়া মনিকে দেনমোহরের সম্পূর্ণ অর্থ বুঝিয়ে দেন হৃদয় মিয়া।

এরপর শুক্রবার বিকেলে জমিদার বাজার এলাকায় হৃদয় মিয়ার পরিবারের উদ্যোগে এক ব্যতিক্রমী আয়োজন করা হয়। গ্রামের লোকজন ও স্বজনদের উপস্থিতিতে ২৫ কেজি গরুর দুধ এনে তার গোসল করানো হয়। আয়োজন ছিল গ্রামীণ গান-বাজনারও।

স্থানীয়রা জানান, এটি ছিল হৃদয় মিয়ার ‘মনের কষ্ট থেকে মুক্তি পাওয়ার প্রতীকী উৎসব’।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অনেকেই বিষয়টিকে ‘অভিনব প্রতিবাদ’ ও ‘অদ্ভুত স্বস্তি প্রকাশ’ হিসেবে দেখছেন।

এ বিষয়ে হৃদয় মিয়ার মন্তব্য পাওয়া যায়নি। তবে তার এক আত্মীয় জানান, ‘হৃদয় দীর্ঘদিন ধরে মানসিকভাবে চাপে ছিল। তালাকের পর পরিবার চাইলো, ও যেন নিজের ভেতরের কষ্ট দূর করতে পারে। তাই এমন আয়োজন করা হয়েছে।’



banner close
banner close