রবিবার

২১ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

ইবি শিক্ষার্থীর রহস্যময় মৃত্যু: প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত কমিটি গঠন

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৫ ২২:৩০

আপডেট: ১৮ জুলাই, ২০২৫ ২২:৩০

শেয়ার

ইবি শিক্ষার্থীর রহস্যময় মৃত্যু: প্রকৃত  ঘটনা উদঘাটনে তদন্ত কমিটি গঠন
ছবি বাংলা এডিশন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শহীদ জিয়াউর রহমান হল প্রশাসন। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক এবং শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল গফুর গাজি স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাজিদ আব্দুল্লাহ বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের ১০৯ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী। তিনি ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, “ঘটনার পরিপ্রেক্ষিতে মাননীয় উপাচার্যের নির্দেশে পাঁচ সদস্যের একটি ফ্যাক্টস-ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন। কমিটির অন্য সদস্যরা হলেন শাহ আজিজুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ টি এম মিজানুর রহমান; লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খান; আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান; এবং সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম। তদন্ত কমিটিকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে রিপোর্ট জমা দিতে অনুরোধ করা হয়েছে।

শহীদ জিয়াউর রহমান হল প্রশাসনের গঠিত তদন্ত কমিটিতে হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল গফুর গাজিকে আহ্বায়ক এবং আবাসিক শিক্ষক অধ্যাপক ড. আ. হ. ম. নুরুল ইসলামকে সদস্য-সচিব করা হয়েছে। এছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল বারী।

এর আগে শুক্রবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার পৌর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে উদ্ধারকৃত সাজিদের প্রথম জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে দাফনের উদ্দেশ্যে তাঁর মরদেহ টাঙ্গাইলে পাঠানো হয়। এ সময় উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে নেমে আসে শোকের ছায়া।

জানাজায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. মোঃ শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, সহকারী প্রক্টরবৃন্দসহ বিভিন্ন বিভাগের শিক্ষক এবং ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলসংলগ্ন পুকুর থেকে শিক্ষার্থী সাজিদের মরদেহ উদ্ধার করা হয়।



banner close
banner close