রবিবার

২১ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

সেন্টমার্টিন উপকূলে ৭ কোটি টাকার ইয়াবাসহ ১৭ পাচারকারী আটক

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৫ ২২:২৬

শেয়ার

সেন্টমার্টিন উপকূলে ৭ কোটি টাকার ইয়াবাসহ ১৭ পাচারকারী আটক
ছবি সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলাধীন সেন্টমার্টিন উপকূলে বিশেষ অভিযানে আনুমানিক ৭ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ ১৭ জন মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও আউটপোস্ট শাহপরী দ্বীপের সদস্যরা যৌথভাবে সেন্টমার্টিন সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করেন। ভোররাতে পরিচালিত এ অভিযানে সমুদ্র এলাকায় ২টি ইঞ্জিনচালিত কাঠের নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা থামার সংকেত দেন।

তবে নৌকাগুলো গভীর সমুদ্রে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্ট গার্ডের আভিযানিক দল ঘণ্টাব্যাপী ধাওয়া চালিয়ে নৌকাদুটি আটক করে। পরবর্তীতে নৌকাগুলোতে তল্লাশি চালিয়ে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা বড়ি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ কোটি ২ হাজার টাকা, এবং ৪০ প্যাকেট ম্যারিজ ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়।

এ সময় ওই নৌকায় থাকা ১৭ জন মাদক পাচারকারীকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।



banner close
banner close