রবিবার

২১ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

জীবননগর সীমান্ত থেকে ৩২ লাখ টাকার স্বর্ণের বার জব্দ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৫ ২০:১৪

শেয়ার

জীবননগর সীমান্ত থেকে ৩২ লাখ টাকার স্বর্ণের বার জব্দ
ছবি বাংলা এডিশন

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ৩২ লাখ টাকা মূল্যের, দুইটি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবির ৫৮ ব্যাটালিয়নের সদস্যরা। স্বর্ণ গুলো ভারতে পাচার করা হচ্ছিলো।শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর থেকে এই স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।

সন্ধ্যায় সংবাদ মাধ্যমে পাঠানো মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫৮ বিজিবির অধীনস্থ মেদিনীপুর বিওপির নায়েব সুবেদার মো. ফারুক হোসেনের নেতৃত্বে একটি টহল দল আজ বেলা দেড়টার দিকে গয়েশপুর কাদাবাগান নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

এসময় একটি মোটরসাইকেলকে চ্যালেঞ্জ করলে মোটরসাইকেল আরোহী গাড়ি ফেলে পালিয়ে যায়৷ পরবর্তীতে মোটরসাইকেল তল্লাশি করে সিটের নিচ থেকে ২ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের বারগুলোর ওজন ২৩২ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৩১ লাখ ৫৬ হাজার ৭০৮ টাকা। আটককৃত স্বর্ণ এবং মোটরসাইকেলের সর্বমোট মূল্য ৩২ লাখ ৮৬ হাজার ৭০৮ টাকা।

বিজ্ঞপ্তিতে বিজিবি আরও জানিয়ে, স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা জেলা সরকারি কোষাগারে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



banner close
banner close