রবিবার

২১ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

কুয়াকাটায় রহস্যজনক মৃত্যু: গলায় গামছা প্যাঁচানো মরদেহ উদ্ধার

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৫ ১৯:২৭

শেয়ার

কুয়াকাটায় রহস্যজনক মৃত্যু: গলায় গামছা প্যাঁচানো মরদেহ উদ্ধার
ছবি সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটায় নিখোঁজের দুই দিন পর মো. সবুজ হাওলাদার (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে কুয়াকাটা পৌরসভার শরীফপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়ির পেছনের ঝোপঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের গলায় গামছা প্যাঁচানো ছিল, যা এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নিহত সবুজ হাওলাদার শরীফপুর গ্রামের বাসিন্দা মো. আবুল বাশার হাওলাদারের ছেলে। মাত্র ৯ মাস আগে তার বিয়ে হয়েছিল।

স্থানীয়রা জানান, বিকেলে কয়েকজন যুবক সাগরপাড়ে যাওয়ার পথে ঝোপ থেকে দুর্গন্ধ পেয়ে এগিয়ে যান। পরে তারা মরদেহটি দেখতে পান এবং চিৎকার শুরু করলে আশপাশের লোকজন জড়ো হন। খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান বলেন, “নিহতের গলায় গামছা প্যাঁচানো ছিল। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।”

নিহতের বোন মনিরা আক্তার জানান, দুই দিন আগে সবুজের স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে ঝগড়া হয়। একপর্যায়ে স্ত্রীর ভাই এসে সবুজকে হুমকি দিয়ে যায়। পরে স্ত্রী বাবার বাড়িতে চলে গেলে, ধারণা করা হচ্ছিল—সবুজও সেখানে গেছেন। “আমরা ভেবেছিলাম, সে শ্বশুরবাড়িতেই আছে। কিন্তু আজ জানতে পারলাম, তার মরদেহ ঝোপে পড়ে আছে।”

প্রত্যক্ষদর্শী বেল্লাল হোসেন বলেন, “সাগরপাড়ে যাওয়ার পথে চিৎকার শুনে ঘটনাস্থলে যাই। দেখি, মরদেহটি ঝোপের মধ্যে পড়ে আছে। দুর্গন্ধে কেউ কাছে যেতে পারছিল না।”

মহিপুর থানা সূত্রে জানা গেছে, নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ এনে মামলা করার প্রস্তুতি চলছে।

ঘটনার পর এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। পুলিশ বলছে, ময়নাতদন্ত ও তদন্তের ভিত্তিতে প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে।



banner close
banner close