সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

সাকোয়া ব্রিজে ইপিজেটের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ ও সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৫ ১৬:৫৫

শেয়ার

সাকোয়া ব্রিজে ইপিজেটের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ ও সমাবেশ
ছবি সংগৃহীত

গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার সাকোয়া ব্রিজ এলাকায় ইপিজেট (রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা) নির্মাণের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) সকালে জেলা শহরের ডিবি রোডের গানাসার্স মার্কেটের সামনে ‘সাকোয়া ব্রিজ ইপিজেট বাস্তবায়ন মঞ্চ, গাইবান্ধা’র উদ্যোগে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তব্য দেন গাইবান্ধা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, নাগরিক মঞ্চের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু, অ্যাডভোকেট ফারুক কবীর, সমাজকর্মী সোমা ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, রংপুর চিনিকলের জমিতে প্রস্তাবিত ইপিজেট স্থাপন নিয়ে স্থানীয় সাঁওতাল জনগোষ্ঠীর বিরোধ ও মামলা-মোকদ্দমার ঝুঁকি রয়েছে, যা প্রকল্প বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে।

তারা আরও বলেন, পলাশবাড়ির সাকোয়া ব্রিজ এলাকায় পর্যাপ্ত সরকারি খাসজমি রয়েছে, যেখানে কোনো বিরোধ নেই। এই এলাকায় ইপিজেট স্থাপন করলে গাইবান্ধা জেলার সাতটি উপজেলার জনগণ সরাসরি উপকৃত হবে। এতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে এবং এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

বক্তারা অবিলম্বে সাকোয়া ব্রিজ এলাকায় ইপিজেট স্থাপনের সিদ্ধান্ত গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে দাবির প্রতি সাড়া না পেলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।



banner close
banner close