ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় পুলিশের ওপর সংঘবদ্ধ হামলা চালিয়ে হ্যান্ডকাপ পরা অবস্থায় এক আসামি পালিয়ে গেছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার নূরপুর গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাসিরনগর থানার উপপরিদর্শক (এসআই) কামালের নেতৃত্বে পুলিশের একটি দল নূরপুর গ্রামের মাসুক মিয়াকে (৪০) গ্রেপ্তারে অভিযান চালায়। সন্ধ্যা ৬টার দিকে তাকে আটক করা হলে তাৎক্ষণিকভাবে মাসুকের স্বজন ও স্থানীয় লোকজন পুলিশের ওপর হামলা চালায়। এতে ধস্তাধস্তির একপর্যায়ে মাসুক মিয়া হ্যান্ডকাপসহ পুলিশের হেফাজত থেকে পালিয়ে যায়।
হামলায় এসআই কামালসহ তিন পুলিশ সদস্য আহত হন। তাদেরকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নাসিরনগর থানা সূত্রে জানা গেছে, মাসুক মিয়ার বিরুদ্ধে থানায় চাঁদাবাজি, বিস্ফোরক দ্রব্য আইনে এবং ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে’ পুলিশের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে একাধিক মামলা রয়েছে। ওই আন্দোলন সংশ্লিষ্ট মামলায় তিনি ৯৭ নম্বর আসামি।
ঘটনার বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, “আসামিকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। আমাদের কয়েকজন সদস্য আহত হয়েছেন এবং আসামি পালিয়ে গেছে।” তবে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়ার বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারে এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আরও পড়ুন:








