সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি:

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৫ ১৪:০৭

শেয়ার

টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত
ছবি বাংলা এডিশন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৮ জুলাই) সকালে জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ভোর থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে ম্যারাথনে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসন কার্যালয়ের সামনে এসে জড়ো হন। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষে সকাল সোয়া ৭টায় শুরু হয় প্রতীকী ম্যারাথন। জেলা প্রশাসন কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে ম্যারাথন শেষ হয় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। ৬ কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথনে অংশগ্রহণ করেন শহিদ পরিবারের সদস্য, জুলাই আন্দোলনের কর্মী, সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষার্থীসহ পাঁচ শতাধিক নাগরিক।

জুলাই গণঅভ্যুত্থান দিবসের স্মরণে আয়োজিত এই আয়োজন তরুণ প্রজন্মকে দেশের ইতিহাস ও মুক্তির আন্দোলনের মূল্যবোধে অনুপ্রাণিত করার লক্ষ্যেই নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।



banner close
banner close