সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

জুলাই শহীদ দিবসে লোহাগাড়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৫ ১১:১১

শেয়ার

জুলাই শহীদ দিবসে লোহাগাড়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
ছবি বাংলা এডিশন

জাতীয় জুলাই শহীদ দিবস উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা, কোরআনখানী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন সম্পন্ন হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি এম. সাইফুল্লাহ চৌধুরী। সাধারণ সম্পাদক শাহজাদা মিনহাজের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ক্লাবের যুগ্ম সম্পাদক কায়সার হামিদ তুষার, সাংগঠনিক সম্পাদক এরশাদ আলম, অর্থ সম্পাদক মোজাহিদ হোসাইন সাগর, প্রচার ও প্রকাশনা সম্পাদক এহতেশামুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আরিফুল ইসলাম রিফাত, কার্যনির্বাহী সদস্য এমএম আহমদ মনির, অধ্যাপক আবদুল খালেক, মুহাম্মদ রায়হান সিকদার, দেলোয়ার হোসেন রশিদি, সাত্তার সিকদার, আবুল কালাম আজাদ, আবদুল ওয়াহাব, নাহিয়ান চৌধুরী, মোছাদ্দেক হোসাইন, মোহাম্মদ ইউসুফসহ অনেকেই।

বক্তারা বলেন, বৈষম্যবিরোধী জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ভূমিকা ছিল ইতিহাসগঠনের অন্যতম অধ্যায়। এই আত্মত্যাগ ও সংগ্রাম নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। জাতি, সমাজ ও রাষ্ট্রের প্রতি প্রত্যেক নাগরিকের দায়বদ্ধতা রয়েছে—এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকলকে এগিয়ে আসতে হবে।

পরবর্তীতে অনুষ্ঠিত দোয়া মাহফিলে গণ-আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন লোহাগাড়া মা মনি হাসপাতাল জামে মসজিদের খতিব মাওলানা রশিদ আহমদ।





banner close
banner close