সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

অপহৃত কিশোরীকে উদ্ধারে গিয়ে র‍্যাবের ওপর হামলা, গুলিবর্ষণ শেষে গ্রেফতার ৩

গাইবান্ধা প্রতিনিধি:

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৫ ১০:৫৫

শেয়ার

অপহৃত কিশোরীকে উদ্ধারে গিয়ে র‍্যাবের ওপর হামলা, গুলিবর্ষণ শেষে গ্রেফতার ৩
ছবি বাংলা এডিশন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অপহৃত এক স্কুলছাত্রীকে উদ্ধারে অভিযান চালিয়ে চরম প্রতিরোধের মুখে পড়ে র‍্যাব। অভিযানে অংশ নেওয়া র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের ৫-৭ জন সদস্য ইটপাটকেল ও সরাসরি হামলায় আহত হন। পরে ফাঁকা গুলি ও রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এসময় মূল অপহরণকারীসহ তিনজনকে গ্রেফতার করে র‍্যাব।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত পৌনে ১০টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে।

র‍্যাব জানায়, গোপন সূত্রে র‍্যাব জানতে পারে নয়াপাড়া গ্রামের একটি বাড়িতে এক সপ্তাহ আগে অপহৃত কিশোরীকে আটকে রাখা হয়েছে। এরপর রাতের আঁধারে অভিযান চালিয়ে অপহরণকারী লিয়ন বাবুকে গ্রেফতার এবং ১৩ বছর বয়সী স্কুলছাত্রী শারিয়া মোসতারিনকে উদ্ধার করা হয়।

তবে র‍্যাব সদস্যরা অপারেশন চালানোর সময় লিয়নের স্বজন ও আশপাশের সহযোগীরা একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তোলে। প্রথমে তারা ইটপাটকেল ছোড়ে এবং পরে র‍্যাব সদস্যদের ওপর সরাসরি হামলা চালায়। অপহরণকারী লিয়নকে ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করা হয়। র‍্যাব সদস্যরা আত্মরক্ষার্থে ফাঁকা গুলি ছোঁড়ে এবং রাবার বুলেট ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের নায়েব সুবেদার মো. নওশের আলী বলেন, ‘ঘটনাস্থলে সংঘবদ্ধ হামলার শিকার হই আমরা। আহত হন আমাদের কয়েকজন সদস্য। তবে আমরা অপহৃত কিশোরীকে উদ্ধার করতে সক্ষম হই এবং মূল অপহরণকারী লিয়ন বাবুসহ তার দুই সহযোগীকেও আটক করি।’

তিনি আরও জানান, লিয়ন বাবু (২২) গোবিন্দগঞ্জ উপজেলার চাঁদপুর (পূর্বপাড়া) গ্রামের বাসিন্দা এবং মো. নান্নু মিয়ার ছেলে। গত শুক্রবার (১১ জুলাই) দুপুরে গুমানিগঞ্জ ইউনিয়নের কুড়ি পাইকা গ্রামের বাসিন্দা শাহীন মিয়ার মেয়ে, অষ্টম শ্রেণিতে পড়ুয়া শারিয়া মোসতারিনকে ফুসলিয়ে অপহরণ করে সে। ওইদিন রাতেই ভিকটিমের পরিবার গোবিন্দগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করে।

পরে উদ্ধার হওয়া কিশোরী ও গ্রেফতার তিনজনকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। আহত র‍্যাব সদস্যদের তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, ‘র‍্যাব গ্রেফতারকৃতদের থানায় হস্তান্তর করেছে। এদের মধ্যে মূল অভিযুক্ত লিয়ন বাবু ছাড়াও তার দুই সহযোগী রয়েছে। শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে। আইন অনুযায়ী ভিকটিম ও আসামিদের ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।’



banner close
banner close