সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

দক্ষিণ কেরানীগঞ্জে চাঁদাবাজি: বিএনপি ও যুবদল সংশ্লিষ্ট ৩ জন গ্রেপ্তার

কেরানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৫ ১০:৫০

শেয়ার

দক্ষিণ কেরানীগঞ্জে চাঁদাবাজি: বিএনপি ও যুবদল সংশ্লিষ্ট ৩ জন গ্রেপ্তার
ছবি সংগৃহীত

দক্ষিণ কেরানীগঞ্জে ফুটপাতের ভাসমান দোকানদারদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগে বিএনপি ও যুবদল সংশ্লিষ্ট তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. সোনাই ওরফে চান্দা সোনাই, বিএনপির দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যোগাযোগ বিষয়ক সম্পাদক; আলমগীর ও আমির হোসেন, যাঁরা দুজনই যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় কদমতলী গোলচত্বর এলাকায় বনফুল মিষ্টির দোকানের সামনে ফুটপাতের দোকান থেকে চাঁদা তোলার সময় অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তিনজনকে হাতেনাতে আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে চাঁদা বাবদ আদায়কৃত ২ হাজার ৩৫০ টাকা জব্দ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতরা কদমতলী এলাকায় প্রায় ৫০ থেকে ৬০টি ভাসমান দোকান থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। একটি প্রভাবশালী যুবদল নেতার নির্দেশনায় দীর্ঘদিন ধরে তারা এ কাজ চালিয়ে আসছিলেন। রাজনৈতিক পরিচয় ও ভয়ভীতি দেখিয়ে দোকানদারদের কাছ থেকে তারা চাঁদা আদায় করতেন। ফলে দোকানদাররা মুখ খুলতে সাহস পেতেন না।

অভিযানের সময় আরও ৪-৫ জন পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তিনজন চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ডিবি পুলিশ জানিয়েছে, দক্ষিণ কেরানীগঞ্জ ও কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও অপরাধ দমনে এমন অভিযান চলমান থাকবে।



banner close
banner close