ছবি সংগৃহীত
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার মালুমঘাট স্টেশনে যাত্রীবাহী বাস ও জিপগাড়ির মুখোমুখি সংঘর্ষে ফরিদুল ইসলাম (৪৬) নামের একজন চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদুল ইসলাম চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাজির পাড়া এলাকার বাসিন্দা এবং মৃত আবদুল গনি সওদাগরের ছেলে।
মালুমঘাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষে জিপগাড়ির চালক ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনাকবলিত বাস ও জিপগাড়ি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান তিনি।
আরও পড়ুন:








