সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

ব্রহ্মপুত্র নদে ভেসে উঠলো অজ্ঞাত যুবকের মরদেহ

গাইবান্ধা প্রতিনিধি:

প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৫ ১৯:২৯

শেয়ার

ব্রহ্মপুত্র নদে ভেসে উঠলো অজ্ঞাত যুবকের মরদেহ
ছবি সংগৃহীত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার উড়িয়া ইউনিয়নের কাটাদ্বারা এলাকা সংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, বুধবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে ওই যুবক নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন। স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিস সদস্যরা দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও তখন তাকে উদ্ধার করতে পারেননি।

প্রত্যক্ষদর্শীদের মতে, মৃত যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। তার পরনে ছিল সাদা রঙের টি-শার্ট, যার বুকে লাল, সবুজ ও হলুদ রঙের হালকা দাগ ছিল। এছাড়া ছিল কালো রঙের প্যান্ট।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, “মরদেহটির পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।” পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তদন্ত চলছে।



banner close
banner close